Header Ads

Header ADS

Class 6 Assignment Answer 7th week (islam ) ইসলাম শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণী ৭ম সপ্তাহ

  • Class 6 Assignment Answer 7th week (islam ) ইসলাম শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণী ৭ম সপ্তাহ
    ইসলাম শিক্ষা এসাইনমেন্ট

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে  ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায়, তার একটি তালিকা তৈরি কর।


উত্তর: 

ইবাদত আরবি শব্দ এর আভিধানিক অর্থ হলাে:- চুড়ান্ত বিনয়, আনুগত্য ও বশ্যতা। শারী’আতের পরিভাষায়:- প্রকাশ্য কিংবা গােপনীয় যতসব কথা ও কাজ আল্লাহ ভালােবাসেন ও পছন্দ করেন, সে সবের একটি সামষ্টিক নাম হলাে ইবাদাত।।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল কাজ আমরা করি তা ইবাদত। মুমিনের হায়াতের প্রতিটি মুহূর্তই  গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু বিশেষ সময় বা মুহূর্তকে মহান আল্লাহ তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ করেছেন।

ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায়:

১. ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত – শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। যথা- দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ও রমযান মাসে রােযা রাখা। ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

২. ইবাদতে মালি বা আর্থিক ইবাদত – অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলােকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। যেমন: যাকাত দেওয়া , সাদকা ও দান-খয়রাত করা ইত্যাদি।

৩. ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত –উল্লিখিত দুই প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না। বরং শরীর এবং অর্থ। উভয়ের প্রয়ােজন হয় যেমন :হজ করা, জিহাদ করা ইত্যাদি।

প্রকারভেদ ও ধারণা অনুযায়ী বিভিন্ন ইবাদতের তালিকা 

১) নির্ধারিত সময়ে ফরজ নামাজসমূহ আদায় করা।

২) সৎ কাজের আদশে করা

৩) অসৎ কাজ থেকে নিষেধ করা।

৪) আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা।

৫) জামাতে সালাত আদায় করা |

৬) রাতের তাহাজ্জুদের সালাত

৭) খাবার খাওয়া।

৮) ঘুম

৯) প্রতিবেশীদের সঙ্গে খােশগল্প।

১০) গৃহপালিত পশু লালন-পালন

১১) বাচ্চাদের দেখভাল করা

১২) রান্না-বান্না করা

এছাড়াও অন্যান্য সবই ইবাদত।

আমাদের প্রাত্যহিক জীবনের সাধারণত আমরা যা কিছু করি সবই। ইবাদত। কিছু আমাদের স্বাভাবিক জীবনযাপনের নিত্যকার ঘটনা। যদিও স্বাভাবিক দৃষ্টিতে এই কাজগুলাে দুনিয়ার জীবনের জন্য, কিন্তু আমরা। যদি এ কাজগুলােই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনে বিসমিল্লাহ | বলে শুরু করতে পারি তা হলে এগুলােও আমার পরকালের উপার্জন | হিসেবে গণ্য হয়ে যাবে। বিবেচিত হবে ইবাদত হিসেবে।

No comments

Class 6 Assignment Answer 7th week (islam ) ইসলাম শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণী ৭ম সপ্তাহ

Class 6 Assignment Answer 7th week (islam ) ইসলাম শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ শ্রেণী ৭ম সপ্তাহ ইসলাম শিক্ষা এসাইনমেন্ট প্রতিদিন সকালে ঘুম থেকে উঠ...

Powered by Blogger.